More

Social Media

Light
Dark

‘টাইমড আউট’ নিয়ে অসন্তুষ্ট অ্যালান ডোনাল্ড

ম্যাচের পর প্রায় দুইদিন শেষ হলেও ‘টাইমড আউট’ নিয়ে আলোচনার রেশ কাটেনি। বাংলাদেশের বিপক্ষে অ্যাঞ্জেলো ম্যাথুসের এমন অদ্ভুতূড়ে আউটের পক্ষে বিপক্ষে মন্তব্য করেই যাচ্ছেন ভক্ত সমর্থকেরা। বাদ যাননি বিশ্বের নামীদামী ক্রিকেট বিশ্লেষক আর সাবেক ক্রিকেটাররাও। তবে এবার খবরের শিরোনাম টাইগার পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড – জানিয়েছেন আলোচিত এই আউট নিয়ে নিজের অবস্থান কি।

তিনি বলেন, ‘আমি তাৎক্ষনিকভাবে হতবাক হয়ে গিয়েছিলাম যে কি হচ্ছে। এমনকি আমি মনে হয়েছিল মাঠে গিয়ে বলি যথেষ্ট হয়েছে, আমরা এমন দল নই যে এসব করতে হবে। কিন্তু আমি হেড কোচ না, এ ধরনের দায়িত্বেও নেই; তাই দেখেছি শুধু আম্পায়ার তাঁকে (ম্যাথুস) বেরিয়ে যেতে অনুরোধ করেছিল আর সে হেলমেট ছুঁড়ে মেরেছিল বাউন্ডারি বোর্ডে।’

তিনি আরো যোগ করেন, ‘আমি আমার জীবনে যত জায়গায় খেলেছি, ক্লাব, যুব দল, স্কুল ক্রিকেট কিংবা আন্তর্জাতিক – কোথাও এমন কিছু ঘটতে দেখিনি। সত্যি বলতে আমি এখনো মানতে পারছি না।’

ads

লঙ্কান এই তারকা কোন বল না খেলেই ফিরে গিয়েছেন সেটা মানতেই পারছেন না ডোনাল্ড। তাই তো আর কখনো এই ধরনের ঘটনা দেখতে চান না তিনি। এই প্রোটিয়া কিংবদন্তি বলেন, ‘আমি এগুলো দেখতে চাই না, এটা আমার ব্যক্তিগত মত। এই ধরনের কিছু ঘটুক আমি চাই না। আমার ইচ্ছে করছিল তখনি গিয়ে বলি, এটা হতে পারে না।’

আবার সাকিব আল হাসানের ‘জেতার জন্য যা করা সম্ভব সব করব’ এমন মন্তব্যের সাথেও একমত হতে পারছেন না তিনি; বলেন যে, ‘আমার কথাতে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে এই মনোভাব আমার পছন্দ নয়। এগুলো দেখতেও পছন্দ করি না।‘

এই বিতর্কিত ঘটনা টাইগারদের দুর্দান্ত একটা পারফরম্যান্সকে আড়াল করে দিয়েছে বলেও মনে করেন সাবেক এই পেসার। তিনি বলেন, ‘এটা বাংলাদেশের দারুণ একটা জয়কে আড়াল করে দিয়েছে; ক্রিকেটারদের পারফরম্যান্সকে আড়াল করে দিয়েছে।’

প্রসঙ্গক্রমে শরিফুল ইসলামের একটি প্রসঙ্গ তুলে ধরেন ডোনাল্ড। তিনি বলেন, আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে শরিফুল সবুজ জুতা পরে নেমে গিয়েছিল। পরবর্তীতে সে আবার জুতা বদলানোর জন্য সময় নিয়েছিল। কই তখন আপিল তো দূরে থাক একটা শব্দও বলা হয়নি।’

আবার মানকাডের সঙ্গে টাইমড আউটের তুলনা করে সাদা বিদ্যুৎ বলেন, ‘মানকাড আউট নিয়ে কথা বলছেন৷ কিন্তু সেটা যৌক্তিক, আবার মানকাড করতে হলে আগে ব্যাটারকে ওয়ার্নিং দেয়া হয়।’

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link