More

Social Media

Light
Dark

সাকিবকে কেন আর চাই না!

ফিজিও রিপোর্ট নিয়ে অনেক আলাপ হচ্ছিল বিশ্বকাপের আগে, ২০২৫ সালেও যদি মাশরাফি বিপিএলে খেলেন, ফিজিও রিপোর্টে তিনি ফিট টু প্লে থাকবেন। কিন্তু এই ফিট টু প্লে ২০১৫ আর ২০১৭ সালের সাথে মিলবে না।

রিয়াদ ২০১৮ সালে নিদাহাস ট্রফির যে হাত চোখের সমন্বয়ে ইন সাইড আউট আর লেগে ফ্লিক করেছিলেন, এই চোখ ৩৭ বছর বয়সে চাইলেও আসবে না। সাকিব চাইলেই ৪০+ রান করতে পারবেন অনেক ম্যাচেই, রেশিও হিসেব করলে প্রতি পাঁচ ম্যাচে দুইবার চরম অফ ফর্মেও সাকিব ৪০ রান তুলে দিবেন, সাথে দুইটা উইকেট নিয়ে নেবেন।

কিন্তু এটার তীব্রতা ২০১৯ এর সাথে মিলবে না, এবং এতে দলের জয় আসবে না, এর চেয়ে ২০১৪ এর ১৬ বলে ৪৪ এ বেশি ইমপ্যাক্ট থাকবে। ক্রিকেটে এই ইনটেন্সিটি দরকার। ফুটবলে আপনি চাইলেই ডিফেন্সিভ খেলে ১-০ এর জয় তুলতে পারবেন।

ads

ক্রিকেটে আপনি পজিটিভ না থাকলে কখনোই ম্যাচ জেতানোর মতো ভূমিকা রাখতে পারবেন না। এই বিশ্বকাপের বাবরও একজন দুর্দান্ত উদাহরণ হতে পারেন, এতো এতো রান ৫৬ ওয়ানডে গড়ে খেলা ব্যাটার বিশ্বকাপে এসে লিটন মানের ক্রিকেট খেলছেন, ফিফটি করেই দুইবার আউট বাকিবার সহজ উইকেট উপহার দিয়েছেন বোলারকে।

সাকিবও ২০২৫ সালেও আপনাকে ফিফটি এনে দিবে, ৩ উইকেট নিয়ে নেবেন, সহজ প্রতিপক্ষ বা তুলনামূলক কম চাপে থাকলে সেঞ্চুরিও পেতে পারেন। কিন্তু, আপনার ঠিক করতে হবে আপনি তারকা চান নাকি ম্যাচ জিততে চান।

২০২৫ পর্যন্ত সাকিব খেললে আমরা একই জায়গায় পড়ে থাকবো, সাকিব ২৫ এ অবসর নেবেন তখন আমরা খুঁজে বেড়াবো ব্যাটার প্লাস দশ ওভার বল করা বোলার, যেই কোচ থাকুক বড় বিপত্তি হবে আবারও এই যাত্রায় যাওয়াটা। এখন আপনি চাইলে একজন স্পেশালিষ্ট স্পিনার ও এক ব্যাটার দলে নিয়ে আলাদা পরিকল্পনা করতেই পারেন।

এই ছবিটা দিলাম এই উইকেট নেয়ার আগে বাবর আর হারিসের যেসব আলোচনা হয়েছে সেটাই সাকিব বাস্তবায়ন করে দিয়েছেন সেই আনন্দ ফুটে উঠছে, স্টার্কের সেই বিখ্যাত মুখে হাত দিয়ে হাসির কথাই মাথায় এল।

ক্রিকেটার তো ক্রিকেট খেলতে পারবেন এটাই স্বাভাবিক, প্রশ্ন আপনার কাছে আপনি জয় চান নাকি প্রিয় ক্রিকেটার। সাকিব বাংলাদেশে আমার আজীবন প্রিয় ক্রিকেটারই থাকবেন, এর সবচেয়ে বড় কারণ আজীবন সমালোচনা শুনেই পারফর্ম করে এসেছেন, তবে বিশ্বকাপে পারফর্ম না করলে এরপর আর কিছু থাকে না, আর যদি আপনি ৩৬+ হন, তাহলে আর উন্নতির জায়গাও আমি দেখি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link