More

Social Media

Light
Dark

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে র‌্যাংকিং বাঁধা নয় পাকিস্তানের

বিশ্বকাপে সময়টা মোটেই ভাল যাচ্ছে না পাকিস্তানের। ২ জয়ের বিপরীতে ৪ পরাজয়ের তিক্ত স্বাদ নিতে হয়েছে বাবর আজমের দলকে। পরাজয়ের বৃত্তে থাকা পাকিস্তানের জন্য সেমির রাস্তা এখন বেশ কঠিনই বটে। তবে, বিশ্বকাপে এমন মলিন পাকিস্তানই আবার সবার আগে আগামী ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ৮ দল নিয়ে, যেটি আগেই জানিয়েছিল আইসিসি। তবে সেই ৮ দল কীসের ভিত্তিতে নির্বাচন করা হবে,তা নিয়ে এতদিন ছিল বেশ ধোঁয়াশা। বিশ্বকাপ চলাকালীন এবার সেই ধোঁয়াশাই দূর করলো ক্রিকেটের এ সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

তাঁরা জানাচ্ছে, চলতি বিশ্বকাপের রাউন্ড রবিন লিগের খেলা শেষে পয়েন্ট টেবিলের সেরা সাত দল জায়গা পাবে সেই আসরে। আয়োজক হওয়ার সুবাদে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি অংশ নিবে পাকিস্তান।

ads

তবে পাকিস্তান যদি এবারের বিশ্বকাপে সেরা সাতে থাকে তাহলে সবমিলিয়ে সেরা আটে থাকলেও সুযোগ মিলবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার। অর্থাৎ ১০ দলের এবারের বিশ্বকাপ থেকে বাদ পড়বে মাত্র দুটি দল।

ওদিকে এবারের বিশ্বকাপে মূলপর্বে অংশ নিতে ব্যর্থ হওয়া দলগুলোকে আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে দর্শক হিসেবেই থাকতে হচ্ছে। সে হিসেবে ২০০৪ সালের চ্যাম্পিয়নস ট্রফিজয়ী ওয়েস্ট ইন্ডিজকে ছাড়াই মাঠে গড়াবে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি।

২০০৯ সালে লাহোর যাওয়ার পথে শ্রীলঙ্কার টিম বাস জঙ্গি আক্রমণের মুখে পড়লে অনেক বছর ধরে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধই ছিল। তবে সে সময়কে পিছনে পাকিস্তানের আবারো ক্রিকেট ফিরছে।

সেই ধারাবাহিকতা ১৯৯৬ বিশ্বকাপের পর আবারো কোনো আইসিসির টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানের মাটিতে। অবশ্য এবারই প্রথম চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হওয়ার সুযোগ পেয়েছে পাকিস্তান।

চ্যাম্পিয়নস ট্রফির সর্বশেষ আসরের চ্যাম্পিয়নও আবার পাকিস্তান। ২০১৭ সালে সবশেষ হওয়া সে আসরের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন ট্রফির শিরোপা জিতেছিল সরফরাজ আহমেদের পাকিস্তান।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link