More

Social Media

Light
Dark

সোনালি কোহলি রোমন্থন

ভারতের সাদা বলের ক্রিকেটে অবসান হলো বিরাট কোহলি যুগের। ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে ভারতকে অনেক সাফল্যই এনে দিয়েছেন। ২০১৭ সালে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে অধিনায়কত্বের দায়িত্ব নেয়ার পর দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই। ভারতকে ৯৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় তুলে নিয়েছিলেন ৬৫ টিতেই।

তবুও কোহলি যুগে ছিল বড় এক আক্ষেপ। অধিনায়ক হিসেবে ভারতের জন্য বড় কোন ট্রফি জয় করতে পারেননি এই অধিনায়ক। মাঝে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে ভারত। তবে শেষ মুকুটটা পরা হয়নি একবারো। তবুও কোহলি অধিনায়ক হিসেবে ভারতের ক্রিকেটকে দারুণ কিছু স্মৃতি দিয়ে গিয়েছেন। সেগুলোই ফিরে দেখব এই তালিকায়।

  • ইংল্যান্ডের বিপক্ষে ৩৫১ রান তাড়া করে জয়

পুরোপুরি অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর সেটিই ছিল কোহলির প্রথম ম্যাচ। ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচেই অধিনায়ক হিসেবে তাঁর আগমনী বার্তা জানান দিয়েছিলেন। সেই ম্যাচে আগে ব্যাট করতে নেমে অবশ্য দারুণ শুরু করেছিল ইংল্যান্ড। জো রুট, জেসন রয়, বেন স্টোকসদের মারকাটারি ইনিংসে ৩৫০ রান করে ইংল্যান্ড।

ads

ওদিকে জবাবে ব্যাট করতে নেমে দ্রুতই উইকেট হারাতে থাকে ভারত। মাত্র ৬৩ রানেই ভারতের ৪ উইকেট পড়ে যায়। তবে তখনো বাইশ গজে ছিলেন কিং কোহলি। ১০৫ বল খেলে করেন ১২২ রান। এছাড়া কেদার জাদভ মাত্র ৭৬ বলে করেছিলেন ১২০ রান। দুজনের দারুণ জুটিতে ৩৫১ রান তাড়া করেই জয় তুলে নেয় ভারত।

  • মিশন শ্রীলঙ্কা

২০১৭ সালে শ্রীলঙ্কায় তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে গিয়েছিল ভারত। শ্রীলঙ্কার মাটিতে সেই ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে রীতিমত উড়িয়ে দিয়েছিল ভারত। পাঁচ ম্যাচের সেই ওয়ানডে সিরিজের পাচটিতেই জয় তুলে নিয়েছিল বিরাট কোহলির দল।

প্রথম ওয়ানডে ম্যাচে মাত্র ২১৬ রানেই গুটিয়ে গিয়েছিল লংকানরা। ওদিকে চতুর্থ ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে ভারত করেছিল ৩৭৫ রান। জবাবে শ্রীলঙ্কা অল আউট হয়েছিল মাত্র ২০৭ রানেই। শেষ ম্যাচেও সহজ জয় তুলে নিয়ে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে ভারত।

  • প্রোটিয়া বধ

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে ভারত। সেখানে ৫ টিতেই জয় তুলে নেয় বিরাট কোহলির ভারত। অধিনায়ক হিসেবে সেই সিরিজে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছিলেন কোহলি। তিনি একাই করেছিলেন মোট ৫৫৮ রান। সেবার ম্যান অব দ্য সিরিজের পুরস্কারও তিনিই পেয়েছিলেন।

  • ফিরে আসার গল্প

২০১৯ সালে ভারত অস্ট্রেলিয়া যায় চারটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। সেই সফরের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হেরে বসে ভারত। সিরিজ জিততে হলে ভারতকে অজিদের মাটিতে পরের দুটি ম্যাচই জিততে হতো।

বিরাট কোহলির ভারত লড়াই করার সাহসটা দেখিয়েছিল। পরের দুই ম্যাচে জয় তুলে নিয়েও সিরিজও নিশ্চিত করেছিল ভারত। এবং এখন পর্যন্ত কোহলিই একমাত্র অধিনায়ক যিনি অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছেন।

  • ভারত-পাকিস্তান দ্বৈরথ

ভারত-পাকিস্তান লড়াই মানেই যেনো এক অন্যরকম উত্তেজনা। এখন দুই দল মুখোমুখি হলেই উত্তাপ ছড়ায় দুই দেশে তথা গোটা ক্রিকেট বিশ্বে। এছাড়া বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া মানে তো উত্তেজনার পারদ আকাশ ছোয়।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল এই দুই দল। এর আগে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারার স্মৃতিও ছিল ভারতের। তবে সেই স্মৃতিকে মুখে দিয়ে জয়টা ঠিকই তুলে নিয়েছিলেন বিরাট কোহলিরা।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link