More

Social Media

Light
Dark

তিন জুটি, এক সিদ্ধান্ত ও একটি বিশ্বকাপ

একেবারেই দরজায় কড়া নাড়ছে টি- টোয়েন্টি বিশ্বকাপ। ২০২২ সালে এই প্রতিযোগিতার আসর শুরু হতে চলেছে আগামী অক্টোবর-নভেম্বর মাসে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরটি এবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার মোট সাতটি ভেন্যু জুড়ে অনুষ্ঠিত হবে এবারের আসর। এবারের টি- টোয়েন্টি বিশ্বকাপে প্রাথমিকভাবে অংশগ্রহণ করবে মোট ১৬টি দল। সবকিছু ঠিকঠাক থাকলে ১৩ নভেম্বর বিশ্বকাঁপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা।

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ- ২০২২ কে মাথায় রেখে দলগুলো নিজেদের ঢেলে সাজাচ্ছে। একেবারে সেরা খেলোয়াড়দের নিয়ে টি-টোয়েন্টি স্কোয়াড বাছাই করে, নিজেদের সেরা দল নিয়ে মাঠে প্রতিপক্ষের মোকাবেলা করতে নামবে তাঁরা। ভারতীয় দলটিও এর ব্যতিক্রম নয়।

ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে ইতোমধ্যেই দলের নতুন অধিনায়ক বাছাই করেছে। গত বছর বিরাট কোহলির কাঁধে দায়িত্ব থাকলেও এই বছর রোহিত শর্মাকে দায়িত্ব দেয়া হয়েছে। তাই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ- ২০২২ এর যাত্রায় রোহিত শর্মা পুরো টুর্নামেন্টে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন। পাশাপাশি ভারতীয় দল ইতোমধ্যেই ওপেনিং জুটিগুলো নিয়ে ভাবনা শুরু করে দিয়েছে।

ads

ঋষাভ পান্ত এবং সুরিয়াকুমার যাদবের মতো খেলোয়াড়রাও এখন পর্যন্ত টি-টোয়েন্টি ইনিংসে ওপেন করে এসেছেন। কিন্তু ভারতীয় দলে আরো বেশকিছু ভালো ব্যাটার রয়েছেন যারা বিশ্বকাপের ম্যাচে দারুণ আক্রমণাত্মক সূচনার সামর্থ্য রাখেন। বেশ কিছু জুটি ভারতীয়দের ওপেনিংয়ের যোগ্যতা রাখে। আমরা এখন জানব, ২০২২ এর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জন্য কোন তিনটি জুটি সম্ভাব্য উদ্বোধনী জুটি হতে পারেঃ

  • রোহিত শর্মা – লোকেশ রাহুল

এবারের টি-টয়েন্টি বিশ্বকাপে ভারতের পক্ষে সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী ওপেনিং জুটি হলো রোহিত শর্মা ও লোকেশ রাহুল জুটি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এই জুটিকে শীর্ষে কাজে লাগিয়েছিল। এরপর নানা কারণে একসঙ্গে খেলার খুব একটা সুযোগ পাননি তাঁরা। তাই এবার হয়তোবা ভারত তাদের উপর আস্থা রাখতে পারে।

একদিকে কে এল রাহুল ভারতের অন্যতম সেরা টি-টোয়েন্টি ওপেনার। অন্যদিকে রোহিত শর্মাকে ওপেনিং ছাড়া একাদশের অন্য কোথাও রাখা যাবে না। তাই রাহুল দ্রাবিড় ওপেনিংয়ের জন্য এই জুটিকে বেছে নিতে পারেন।

  • রোহিত শর্মা – ঋষাভ পান্ত 

রোহিত শর্মার সঙ্গী চাইলে পাল্টাতেও পারে ভারত। অধিনায়কের সাথে ঋষাভ পান্ত জুটি বাঁধতে পারেন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে। টি-টোয়েন্টিতে মিডল অর্ডারে খাপ খাওয়াতে ব্যর্থ হচ্ছেন ঋষাভ পান্ত।

বরং, ওপেনার হিসেবেই পান্ত তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন। তার আক্রমণাত্মক খেলার ধরণ ইনিংসের শুরুতেই ভারত সাহস দেয়। তাই, আমরা এই জুটিকেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিং এর জন্য বিবেচনা করতে পারি।

  • রোহিত শর্মা – ঈশান কিষাণ 

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে, ঈশান কিষাণকে ওপেনার হিসাবে ব্যবহার করা হয়েছিল, যদিও সেটা মোটে এক ম্যাচে। সেই ইভেন্টের পরেও, রোহিত শর্মা এবং লোকেশ রাহুলের অনুপস্থিতিতে ঈ শান কিষাণকে ধারাবাহিকভাবে ইনিংসের সূচনা করতে দেখা গেছে। কয়েকটি ভালো ইনিংস খেলে নিজের সামর্থ্যের প্রমাণও রেখেছেন তিনি।

যদিও দলে ঋষাভ পান্ত এবং লোকে রাহুল ফিরে আসার কারণে, ইশানের ওপেনিংয়ের সম্ভাবনা ক্ষীণ দেখাচ্ছে। তবুও, একজন ওপেনার হিসেবে তাঁর দক্ষতাকে ভারত অবশ্যই বিবেচনায় রাখবে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। কারণ সংশ্লিস্ট বোর্ড ও অধিনায়ক রোহিত শর্মার লক্ষ্যই থাকবে দলের সবচেয়ে শক্তিশালী স্কোয়াডটি নিয়ে বিশ্বজয়ের এই আসরে মাঠে নামার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link